নারী বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই হারের ফলে বাংলাদেশের শেষ চারে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেছে। অন্যদিকে জয়ের ফলে অস্ট্রেলিয়ার সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়েছে। বৃহষ্পতিবার অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট হাতে নেমে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ ১৯৮ রান করেছিল। জবাবে অস্ট্রেলিয়া কোনো উইকেট না হারিয়ে ২৪.৫ ওভারে জয় তুলে নেয়।
আট দলের প্রতিযোগিতায় বাংলাদেশ প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন দেখছিল। কিন্তু তারপর থেকে হারের সঙ্গে মিতালি হয়েছে বাংলাদেশের। একের পর এক ম্যাচে হার। পাকিস্তানের হারানোর পর টানা চার ম্যাচ হেরেছে বাংলাদেশ। ফলে ৫ ম্যাচ থেকে বাংলাদেশের পয়েন্ট মাত্র ২। বাংলাদেশের আর দুটো ম্যাচ বাকি রয়েছে।
১৯৯ রানে জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরু থেকেই অস্ট্রেলিয়া আক্রমণাত্মক ব্যাটিং করেছে। তাদের দুই ব্যাটার অধিনায়ক অ্যালিসা হিলি ও ফোবে লিচফিল্ড বাংলাদেশের বোলারদের নিয়ে ছেলেখেলা করে। হিলি ৭৭ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন। বিশটি বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি। আর লিচফিল্ড করেছেন ৭২ বলে ৮৪ রান। এক ডজন বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারিতে নিজের ইনিংসটি সমৃদ্ধ করেছিলেন তিনি।
এর আগে বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ওপেনার রুবায়া হায়দার ও মিডল অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারি ছিলেন কিছুটা ব্যতিক্রম। রুবায়া ৪৪ রান করেন। আর মোস্তারির সংগ্রহ ছিল ৬৬ রান। বাংলাদেশের শেষের ছয় ব্যাটারের কেউ দুই অংকের রান করতে পারেননি। তাদের মোট সংগ্রহ ছিল ২১ রান।
অস্ট্রেলিয়ার কোনো বোলার একক আধিপত্য দেখাতে পারেননি। অন্যভাবে বললে বাংলাদেশের ব্যাটাররা অস্ট্রেলিয়ার বোলারদের হতাশ করেননি।
