বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা

চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান করেছে শ্রীলঙ্কা।

ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার আভিস্কা ফার্নান্দোকে সাজঘরে ফেরান পেসার তাসকিন আহমেদ। এরপর মাঠে আসা কামিন্দু মেন্ডিসকে সাথে নিয়ে ৪৪ বলে ৬৬ রানের পার্টনারশিপ গড়েন আরেক ওপেনার কুশাল মেন্ডিস।

ইনিংসের নবম ওভারে কুশাল মেন্ডিসের উইকেট তুলে নেন পার্টটাইম পেসার সৌম্য সরকার। আউট হওয়ার আগে ২২ বলে ৩৬ রান করেন কুশাল মেন্ডিস। এরপরের ওভারেই রান আউটের ফাঁদে পড়েন কামিন্দু মেন্ডিস।

ইনিংসের ১৩তম ওভারে সাদিরা সামারাবিক্রমাকে সাজঘরে ফেরান পেসার মুস্তাফিজুর রহমান। ১১ বলে ৭ রান করে আউট হন তিনি।

১৪ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলে মাহেদি হাসানের বলে আউট হন অধিনায়ক চারিথ আসালাংকা।

শেষ দিকে অ্যাঞ্জেলো ম্যাথিউজের ২১ বলে ৩২* ও দাসুন শানাকার ১৮ বলে ২০* রানের ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান করে শ্রীলঙ্কা।

জয়ের লক্ষ্যে ১৬৬ রানের টার্গেটে মাঠে নেমেছে বাংলাদেশ।

Exit mobile version