বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে ওয়ানডে সিরিজ শুরু আফগানদের

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

রহমানউল্লাহ গুরবাজের ছক্কা হাকানোর দৃশ

আবু ধাবীতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু করলো আফগানিস্তান। টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইট ওয়াশ হলেও তিন ম্যাচের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটে উড়িয়ে দিয়েছে তারা। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ১৭ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় মোহাম্মদ নবী ও রশীদ খানরা।

বাংলাদেশের বিপক্ষে ২২২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বাংলাদেশ থেকে ম্যাচটা বের করে নেয় আফগানরা। অবশ্য দু;দফা বাংলাদেশ জোড়া উইকেট তুলে নিয়ে জয়ের আশা জাগালেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি বোলাররা।

দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান উদ্বোধনী জুটিতে ৫২ রান তুলে বিচ্ছিন্ন হন। জাদরান ২৩ রান করে তানভির ইসলামের বলে আউট হওয়ার পর ওয়ান ডাউনে খেলতে নামা সেদিকুল্লাহ অটলকে ব্যক্তিগত ৫ রানেই ফিরিয়ে দেন তানজিম সাকিব।

জোড়া আউটের ধাক্কা সামলে দলীয় রানকে ৫৮ থেকে ১৩৬ এ নিয়ে যান গুরবাজ ও রহমত শাহ। উভয়েই তুলে নেন হাফসেঞ্চুরি। পরে ঠিক ৫০ রানেই তারা আউট হন পরপর দুই ওভারে। ৩১তম ওভারে তানজিম সাকিবের ওভারে আউট হন রহমত শাহ। তার ক্যাচ ধরেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি মিরাজ। ঠিক পরের ওভারেই (৩২তম) গুরবাজকে সরাসরি বোল্ড করেন মিরাজ।

গুরবাজ ও রহমত শাহকে আউট করে বাংলাদেশ দলে জয়ের যে আশা তৈরি হয়েছিলো তা আর বাস্তবে রুপ দিতে দেননি আফগানিস্তানের ব্যাটাররা। বিশেষকরে দলটার অধিনায়ক হাশমতুল্লাহ শহিদি ও আজমাতুল্লাহ ওমরজাই বাংলাদেশী বোলারদের হতাশ করে তাদের দলকে সহজ জয়ের দিকে নিয়ে যান।

তানজিম হাসান সাকিব ৪৩তম ওভারে ব্যক্তিগত ৪০ রানে থাকা ওমরজাইকে ফিরিয়ে দেয়ার পর মোহাম্মদ নবী ও হাশমতুল্লাহ শহিদি মিলে আফগানদের ৫ উইকেটের জয় এনে দেন। শহিদি ৩৩ ও মোহাম্মদ নবী ১১ রানে অপরাজিত ছিলেন। এদিন ১৪টি অতিরিক্ত রান দেয় বাংলাদেশ।

এর আগে, আবু ধাবীর জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৫৩ রানের মধ্যে আউট হন ওপেনার তানজিদ হাসান (১০রান) ও সাইফ হাসান (২৬ রান) এবং ওয়ান ডাউনে খেলতে নামা নাজমুল হোসেন শান্ত (২ রান)।

সেখান থেকে চতুর্থ উইকেটে ১০১ রানের জুটি গড়েন তাওহীদ হৃদয় ও মেহেদী মিরাজ। উভয়েই তুলে নেন হাফ সেঞ্চুরি। হৃদয় ৫৬ রান করে আউট হওয়ার পর অধিনায়ক মিরাজও ব্যক্তিগত ইনিংসটাকে আর লম্বা করতে পারেননি। আউট হন ৬০ রান করে।

এই দুই ব্যাটারের আউটের পর আবারও ধস নামে বাংলাদেশের ইনিংসে। শুরু হয় উইকেটে আসা যাওয়ার মিছিল। শেষ পর্যন্ত ৪৮ ওভার পাঁচ বলেই ২২১ রানে গুটিয়ে যায় মিরাজ বাহিনী।

দাপুটে বোলিংয়ে তিনটি করে উইকেট তুলে নিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই ও রশিদ খান। এছাড়া গজনফার নিয়েছেন দুই উইকেট।

সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর:
টস : বাংলাদেশ (ব্যাটিংয়ের সিদ্ধান্ত)।
বাংলাদেশ : ২২১/১০ (৪৮.৫ ওভার)
আফগানিস্তান : ২২৬/৫ (৪৭.১ ওভার)

Exit mobile version