চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ২ থেকে সবার আগে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা। তাতে এই গ্রুপ থেকে বিদায় নিয়েছে দুই স্বাগতিক দেশ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।
তবে গ্রুপ ১ থেকে এখনো সেমিফাইনাল নিশ্চিত হয়নি কারো। চার দলের সামনেই সুযোগ আছে সেমিফাইনালে জায়গা নেয়ার। সুপার এইটে টানা দুই হারের পরও সুযোগ আছে বাংলাদেশের সামনে। সেজন্য তাঁদের হারাতে হবে আফগানিস্তানকে। অন্যদিকে অস্ট্রেলিয়াকে আজ হারতে হবে ভারতের বিপক্ষে।
আজ ভারত-অস্ট্রেলিয়া মহারণের ফলাফল যাই হোক না কেনো, জয় দিয়েই বিশ্বকাপ শেষ করতে চাইবে বাংলাদেশ। আর এজন্যই ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই আফগানদের বিপক্ষে একাদশ সাজাবে বাংলাদেশ।
দুই পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে শেখ মেহেদী ও জাকের আলী অনিকের। এই ম্যাচ দিয়ে ফিরতে পারেন শরিফুল ইসলাম ও সৌম্য সরকার।
এই ম্যাচে একটি জায়গায় বাংলাদেশ আত্মবিশ্বাস পাচ্ছে। সেটা ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ৯ উইকেটের বড় জয়।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ
তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস,সৌম্য সরকার,নাজমুল হোসেন শান্ত,তাওহিদ হৃদয়,সাকিব আল হাসান,মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান,তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।