বাংলাদেশের চার আম্পায়ার আইসিসির ম্যাচ পরিচালনায়

বেশ ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের রেশ না কাটতেই বাংলাদেশ দল কয়দিন পরেই উড়াল দিবে ভারত সফরে। ক্রিকেটারদের মতো সামনে ব্যস্ত সময় পার করবেন বাংলাদেশের আম্পায়াররাও।

বিশ্বের বিভিন্ন জায়গায় আইসিসির টুর্নামেন্ট ও সিরিজের ম্যাচ পরিচালনার তালিকায় ডাক পেয়েছেন বাংলাদেশের চারজন আম্পায়ার। সাথে আছেন এক রেফারিও।

ডাক পাওয়া চারজন আম্পায়ার হলেন, তানভীর আহমেদ, মাসুদুর রহমান মুকুল, মোর্শেদ আলী খান এবং নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া ‘এ’ অঞ্চলের বাছাইপর্বে আম্পায়ারিং করবেন মোর্শেদ আলী খান।

ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টুতে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল। যা আগামী ১৪ থেকে ২৭ সেপ্টেম্বর কানাডায় অনুষ্ঠিত হবে।

কানাডাতেই এই টুর্নামেন্টে অংশ নেওয়া তিন দল নিয়ে হবে একটি টি-টোয়েন্টি সিরিজ। যার ম্যাচ রেফারি হিসেবে থাকবেন বাংলাদেশের নিয়ামুর রশিদ।

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর সময়ে দক্ষিণ কোরিয়ায় চলবে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের পূর্ব এশিয়া প্রশান্ত সাব–রিজিওনাল বি–এর ম্যাচ। যেখানে দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ।

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ৪ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত মেয়েদের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ বাছাই গড়াবে। সেখানে নারী আম্পায়ার সাথিরা দায়িত্ব পালন করবেন।

Exit mobile version