বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের দল ঘোষণা

অবশেষে সাকিব-লিটনকে বাদ দিয়েই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। রোববার (১২ জানুয়ারি) মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জমা দিতে সময় বেধে দিয়েছিল আইসিসি। ফলে নির্ধারিত সময়েই দল দিল গাজী আশরাফ হোসেন লিপু।

নানা বিতর্ক আর বোলিং অ্যাকশন পরীক্ষার ফল করায় নেই সাকিব আল ফর্মে না থাকার কারণে দলে নেই লিটন! আইসিসির মেগা ইভেন্টের জন্য দুপুরে মিরপুরে ঘোষিত এই দলে নেতেৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। বিশ্বসেরা ৮ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে ১৯ ফেব্রুয়ারি। যা চলবে ৯ মার্চ পর্যন্ত। তবে বাংলাদেশের মিশন শুরু ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে।

চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে প্রধান নির্বাচক গাজী আফরাফ হোসেন লিপু বলেন,‘বোলিংয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়া সাকিবকে বিবেচনায় রাখা হয়নি। আর লম্বা সময় ফর্মের জন্য লড়তে থাকা লিটন দাস এ কারণেই বাদ পড়েছেন।’ তবে পেস বিভাগে চলমান দারুণ প্রতিযোগিতায় নাম কাটা গেছে হাসান মাহমুদ ও শরিফুল ইসলামের।

আর লিটন বাদ পড়ায় দলে জায়গা পেয়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমনের। গত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে স্কোয়াডে থাকলেও তেমন সুযোগ পাননি তিনি। একটি টি-২০ ম্যাচ খেলে করেছিলেন ৩৯ রান। দলে আছেন ইনজুরির কারণে চলতি বিপিএলে এখনও খেলতে না পারা সৌম্য সরকারও।

টাইগারদের পেস বিভাগে চার ও একজন বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দুজন পাকিস্তান-দুবাইয়ের বিমানে উঠবেন। তবে স্পিন অলরাউন্ডার হিসেবে দলে আছেন মেহেদী হাসা মিরাজ ও রিশাদ হোসেন। ব্যাটিংয়ে অধিনায়ক শান্ত ছাড়াও অভিজ্ঞ মুশফিক-মাহমুদউল্লাহ’র পাশাপাশি আছে জাকের আলি, তানজিদ তামিমদের মতো তরুণরা।

বাংলাদেশের স্কোয়াডঃ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

Exit mobile version