বাংলাদেশের ফিল্ডিং সাজানোর কারণ জানালেন পন্ত

ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। চেন্নাইয়ে সেই টেস্টে ব্যাট করার সময় বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিয়েছেন ভারতীয় ব্যাটার ঋষভ পন্ত। এমন একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লেগ সাইডে বৃত্তের ভেতর ফিল্ডার না থাকার বিষয়টি নাজমুলের নজরে এনে ঋষভ পন্ত হিন্দিতে বলেন, ‘আরে, এখানে একজন ফিল্ডার দাও। এখানে ফিল্ডার কম আছে।’ মজার ব্যাপার হচ্ছে, পন্তের এই পরামর্শ মেনে নেন নাজমুল এবং মিডউইকেট অঞ্চলে একজন ফিল্ডার নিয়ে আসেন।

গতকাল ম্যাচ পরবর্তী আলোচনায় এই বিষয়ে জিজ্ঞেস করলে প্রথমেই হেসে ওঠেন পন্ত। বিষয়টি নিয়ে পন্ত বলেন ‘ক্রিকেটে কীভাবে আরও ভালো করা যায়, এ নিয়ে অজয় জাদেজা ভাইয়ের সঙ্গে আমার প্রায়ই কথা হয়। সেটা নিজের দলের হোক বা অন্য দলের হোক। ওখানে তখন ফিল্ডার ছিল না। এক জায়গায় দুজন দাঁড়িয়েছিল। আমি তাই বললাম, ওখানে একজন ফিল্ডার দাও।’

Exit mobile version