সৌম্যের সেঞ্চুরির পরও বাংলাদেশের হার

দীর্ঘ বিরতির পর রানের দেখা পেয়েছিলেন সৌম্য সরকার। হাসিও ফুটেছিল তার মুখে। হাসি ফুটিয়েছিলেন সতীর্থদের মুখেও। ম্যাচ সেরাও হয়েছেন। কিন্তু শেষ হাসি হাসতে পারলেন না রানে ফেরা এই ওপেনার। দল যে জয় পায়নি। নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সব উইকেট হারিয়ে ২৯১ রান করেও জয়ের ছোঁয়া পায়নি বাংলাদেশ। ২২ বল বাকি থাকতে প্রয়োজনীয় রান করে ৭ উইকেটে জয় পেয়েছে নিউজিল্যান্ড।

এ জয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে স্বাগতিকরা। আগামী ২৩ ডিসেম্বর নেপিয়ারে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

একের পর এক ম্যাচে ব্যর্থতায় চরম চাপের মাঝে ছিলেন সৌম্য সরকার। সেই চাপ দারুণভাবে সামাল দিয়ে আজ চমৎকার এক ইনিংস উপহার দেন এই ওপেনার।

নেলসনের স্যাক্সটন ওভালে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দলের ব্যাটাররা যখন একপ্রান্ত দিয়ে আসা যাওয়া করছিলেন তখন অন্য প্রান্তে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন সৌম্য সরকার। সামাল দিচ্ছিলেন সব চাপ।

ব্যক্তিগত চাপ আর সতীর্থদের ব্যর্থতা- সব মিলে যখন একাকার তখন বুক চিতিয়ে দাঁড়িয়ে গেলেন তিনি। খেললেন ক্যারিয়ার সেরা ইনিংস। ১৬৯ রানের ঝলমলে ইনিংস। যার সামনে পড়ে কিউই বোলারদের হা পিত্যিশ করা উপায় ছিল না। ক্যারিয়ারের তৃতীয় শতক এটি তার।

অসাধারণ এই ইনিংসটি খেলার পথে সতীর্থদের খুব বেশি যে সহযোগিতা পেয়েছেন তা নয়। বরং সতীর্থদের ব্যর্থতা তাকে পেছনে ঠেলে দিয়েছিল। তবে ব্যতিক্রম ছিলেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। পঞ্চম উইকটে ৯১ রানের জুটি তাদের। এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।

সৌম্য সরকার তার ১৬৯ রানের ইনিংসটি খেলতে ১৫১ বলের মোকাবেলা করেছেন। ২২টি বাউন্ডারি ছিল তার ইনিংসে। আর ওভার বাউন্ডারি ছিল দুটো। মুশফিকুর তার ৪৫ রানের ইনিংসটি খেলতে পাঁচটি বাউন্ডারি মেরেছেন।

নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি ও উইলিয়াম ও রোউরকে ছিলেন সফল। উভয়ে তিনটি করে উইকেট নিয়েছেন।

২৯২ রানের লক্ষ্যে খেলতে নামা নিউজিল্যান্ডের ব্যাটারদের চাপে ফেলতে পারেনি বাংলাদেশের বোলাররা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান উইল ইয়াং, রাচিন রবীন্দ্র আর হেনরি নিকোলসের চমৎকার ব্যাটিংয়ে নিউজিল্যান্ড ৭ উইকেটে জয় তুলে নেয়।

ইয়াং ও নিকোলসের ব্যক্তিগত অর্জনে কিছুটা হতাশ হতেই পারেন। উভয়ে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে তাকে বাস্তবে রূপ দিতে পারেননি। ইয়াং ৮৯ রানে হাসান মাহমুদের বলে কট অ্যান্ড বোল্ড হন। নিকোলস ৯৫ রানে শরিফুল ইসলামের বলে রিশাদ হোসেনের হাতে ধরা পড়েন।

অধিনায়ক টক লাথাম যথেষ্ঠ আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ৩২ বলে করেছেন ৩৪ রান। তার সঙ্গে থাকা টম ব্লান্ডেল ২০ বলে ২৪ রান করে দলকে জয় এনে দেন।

সংক্ষিপ্ত স্কোর:

ভেন্যু: স্যাক্সটন ওভাল, নেলসনের

টস: নিউজিল্যান্ড

বাংলাদেশ: ২৯১ (সৌম্য ১৬৯, মুশফিক ৪৫, মেহেদি মিরাজ ১৯) ও নিউজিল্যান্ড ২৯৬/৩ (রাচিন ৪৫, উইল ইয়ং ৮৯, হেনরি ৯৫)

ম্যান অফ দি ম্যাচ: সৌম্য সরকার।

Exit mobile version