বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

কোলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টস জয়ী নেদারল্যান্ডস।

এবারের বিশ্বকাপে দু’দলেরই এটি ষষ্ঠ ম্যাচ। আগের পাঁচ ম্যাচে এক জয়ের বিপরীতে পরাজয় চারটি করে। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করা বাংলাদেশ হেরেছে ইংল্যান্ড নিউজিল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে।

আর নেদারল্যান্ডসের একমাত্র জয়টি এসেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে।

সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলে বাংলাদেশ। টানা চার পরাজয়ে মানসিকভাবে বিপর্যস্ত বাংলাদেশের ক্রিকেটাররা। তবুও নেদারল্যান্ডসের বিপক্ষে মর্যাদার ম্যাচটি জিততে মরীয়া টাইগাররা।

Exit mobile version