দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১০ উইকেটে হেরেছে পাকিস্তান। এমন বড় ব্যবধানে হারের কারণ দলে কোনো বিশেষজ্ঞ স্পিনারের অনুপস্থিতি। যা নিয়ে সমালোচনায় মুখর দলটির সাবেক তারকা ক্রিকেটাররা।
ব্যাটার কামরান গুলাম ও স্পিনার আবরার আহমেদকে প্রথম টেস্ট শুরুর তিন দিন আগে টেস্ট স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়। অন্যদিকে অলরাউন্ডার আমের জামাল চোটের পরে একাদশের বাইরে ছিলেন। দ্বিতীয় টেস্টের দলে তাদের তিনজনকেই রাখা হয়েছে।
পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, আমের জামাল।