টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা ভুলে নতুন স্বপ্ন নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করছে পাকিস্তান। তাই তো, প্রথম দল ঘোষণাতেই পাকিস্তান দলে এসেছে পরিবর্তন। বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান। এই সিরিজ দিয়েই পাকিস্তানের কোচ হিসেবে শুরু করছেন জেসন গিলেস্পির।
প্রথম অ্যাসাইনমেন্টেই চমক পাকিস্তান দলে। টেস্টে সিরিজে পাকিস্তানের সহ-অধিনায়কের পদ হারিয়েছেন শাহিন আফ্রিদি। অধিনায়ক শান মাসুদের ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন সৌদ শাকিল।
তবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে দেশটি। প্রথম টেস্টে জায়গা পাননি ইমাম উল হক, ফাহিম আশরাফ, মোহাম্মদ নেওয়াজ, নোমান আলী ও সাজিদ খানের মতো পরিচিত মুখরা। এছাড়া চোটের টেস্টে নেই পেসার হাসান আলী ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
আগামী ২১ আগস্ট সিরিজের প্রথম টেস্টটি রাওয়ালপিণ্ডিতে শুরু হবে। এরপর ৩০ আগস্ট করাচি ন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্টটি গড়াবে। এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে আছে পাকিস্তান।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড:
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আমির জামাল (ফিট থাকা সাপেক্ষে), আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী, সরফরাজ আহমেদ এবং শাহিন আফ্রিদি।