বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের সাথে জয়ের পর আশা দেখিয়েছিল টাইগাররা। কিন্তু ধর্মশালায় ইংল্যান্ডের সাথে বিশাল ব্যবধানে পরাজয় দেখেছে বাংলাদেশ। অনেকটা একপেশে ম্যাচ শেষে জরিমানাও গুণতে হয়েছে বাংলাদেশকে। ইংল্যান্ডের সংগ্রহ খুব সহজেই ৪০০ হয়ে যেতে পারত। কিন্তু মাহাদী হাসানের দুর্দান্ত বোলিংয়ে তা হয়নি। অন্যদিকে মিচেল স্যান্টনারের অলরাউন্ড নৈপুন্যে পরপর দুই ম্যাচে জয় দেখেছে নিউজিল্যান্ড। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৯৯ রানে নেদারল্যান্ডসকে হারিয়েছে নিউজিল্যান্ড।
১৩ অক্টোবর চেন্নাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জয়-পরাজয়ের মিশ্র প্রতিক্রিয়া নিয়ে কিউইদের বিপক্ষে কেমন পারফরমেন্স করে সাকিবরা তাই এখন দেখার বিষয়। এখন পর্যন্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ৪২টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ব্ল্যাক ক্যাপসরা ৩১টি জয় পেয়েছে, বাংলাদেশ পেয়েছে ১০ জয়। দুইটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। সবশেষ গেলো মাসে বাংলাদেশের সাথে সিরিজ খেলে জয় পেয়েছে কিউইরা।
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দেখান সাকিব আল হাসান। সেই সাথে মিরাজ আর শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে বন্দরে তরী ভেড়ায় টাইগাররা। তবে এই জয় বেশিদিন ধরে রাখতে পারল না সাকিব-মুশফিকরা। ১৩৭ রানের ব্যবধানে হেরে যায় ইংলিশদের কাছে। তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে পরাজয় হলেও অভিষেক ম্যাচেই নিজের কৃতিত্বের প্রমাণ দিয়েছেন বিশ্বকাপে অভিষেক হওয়া মাহাদী হাসান। বোলিং এর যারা নিয়মিত সদস্য ছিলেন তারা সাফল্য এনে দিতে পারেনি। না হলে ইংল্যান্ডকে ৩০০’র আশেপাশে আটকে রাখা যেতো বলে মনে করেন ক্রিকেট বিশ্লষকরা। রান তাড়া করতে নেমে ৬ ওভারের মধ্যে ৩জন আউট হওয়ায় কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। সাকিবের উইকেট হারানোর পর পুরো ম্যাচই স্থবির হয়ে পড়ে।
অন্যদিকে প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারায় নিউজিল্যান্ড। নেদারল্যান্ডসের সাথে ম্যাচে ৫০ ওভারে ৭ উইকেটে ৩২২ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৪৬.৩ ওভারে ২২৩ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। ৯৯ রানে জয় পায় কিউইরা। কিউই ব্যাটার রাচিন রবীন্দ্রর ব্যাটে নেদারল্যান্ডসের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচ হাসল। ব্যাট হাতে দলকে ভালো শুরু এনে দেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ডেভন কনওয়ে ও ইয়ং। তারপর ৭ উইকেটে ৩২২ এ গিয়ে ঠেকে কিউইদের রান। ওয়ানডে ক্রিকেটে নেদারল্যান্ডসের বিপক্ষে এইটা ছিলো নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান।