বাংলাদেশের বিপক্ষে ৪ ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্রের কোচ

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টানা দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। সুযোগ ছিল বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার। কিন্তু না! সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে সেরা চার তারকা ক্রিকেটারকে রাখা হয় সাইট ব্রেঞ্চে।

এদিন স্বাগতিকরা ৪ তারকাকে বিশ্রাম দিয়ে ১০ উইকেটে হেরে প্রশ্নের মুখে বাংলাদেশের সাবেক ও যুক্তরাষ্ট্রের প্রধান কোচ স্টুয়ার্ট ল। ম্যাচ শেষে
সংবাদ সম্মেলনে সেরা তারকাদের বিশ্রাম দেয়ার বিষয়ে বলেন,‘বিশ্বকাপের আগে দল নির্বাচনের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যেতে এই পরিবর্তন। আমরা কানাডাকে হারিয়েছি দাপটের সাথে ৪-০। বাংলাদেশকেও হারালাম। তাই আশা করি সবাই খুশি আছে।’

নিজেদের ব্যাটিং নিয়ে ল বলেন, ‘আমি মনে করি প্রথম দুই ম্যাচে ব্যাটিং আমাদের শক্তির জায়গা ছিল। যদিও আমি ভিন্নভাবে দেখি কিছুটা, অত বিশ্লেষণ দেখি না, শুধু ক্রিকেট খেলা দেখি (হাসি)। তবে আমার মনে হয় প্রথম দুই ম্যাচে আমাদের ব্যাটিং ভালো হয়েছে।’

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে প্রথম ব্যাট করতে নেমে মোস্তাফিজুর রহমানের ৬ উইকেট শিকারে ৯ উইকেটে মাত্র ১০৪ রানে থামে যুক্তরাষ্ট্র। জবাবে বাংলাদেশ ১১.৪ ওভারে ১০ উইকেট হাতে রেখেই জয় তুলে নেন।

Exit mobile version