নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের লীগ পর্ব এখনো শেষ হয়নি। চারটি দলের খেলা শেষ হলেও এখনো চারটি দলের খেলা বাকি রয়েছে। তবে এরই মধ্যে সেমিফাইনালিস্ট চূড়ান্ত হয়েছে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের সঙ্গে যোগ দিয়েছে ভারত। প্রথম দুই দল খেলা শেষ করে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই স্থান দখলে নিয়েছে। আজ শেষ ম্যাচ খেলবে ইংল্যান্ড ও ভারত। ইংল্যান্ডের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ।
বাংলাদেশের আজ অন্যরকম এক লড়াই। পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ বিশ্বকাপের মিশন শুরু করেছিল। স্বপ্ন তৈরি হয়েছিল সেমিফাইনালে খেলার। তারপর দিন যত পার হয়েছে বাংলাদেশের স্বপ্ন ততই ম্লান হয়েছে। পয়েন্ট টেবিলে নামতে নামতে বাংলাদেশ এখন সবার নিচে। পাকিস্তানে উঠে গেছে বাংলাদেশের ওপরে। এই অবস্থানের পরিবর্তনের জন্য বাংলাদেশের সামনে আজ জয়ের বিকল্প নেই। হারলেই সবার নিচে থেকে বিশ্বকাপ শেষ করতে হবে বাংলাদেশকে।
৬ ম্যাচে বাংলাদেশ ৫ ম্যাচে হেরেছে। একটি মাত্র জয়। পাকিস্তানের বিপক্ষে পেয়েছিল জয়টি। পয়েন্ট সেই দুই। অন্যদিকে পাকিস্তানের পয়েন্ট তিন। এক ম্যাচেও তারা জয় পায়নি। প্রকৃতির সহায়তায় তারা তিন পরিত্যক্ত ম্যাচ থেকে তিন পয়েন্ট পেয়ে বাংলাদেশকে টপকে গেছে। অবশ্য পরিত্যক্ত হওয়া তিন ম্যাচের দুটিতে পাকিস্তান সুবিধাজনক অবস্থায় ছিল।
আজ ভারত জয় পেলেও তাদের চতুর্থ স্থানে থেকেই সেমিফাইনালে খেলতে হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















