বাংলাদেশের স্বীকৃত ব্যাটাররা ক্রিজে থাকলে আমরা চাপে পড়তাম- রভম্যান পাওয়েল

ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে ধবলধোলাই করে ফিরেছিল বাংলাদেশ। কিন্তু চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই দেখা গেল সেই পুরোনো চিত্র—ব্যাটিং বিপর্যয়। ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় ১৪৯ রানে গুটিয়ে গিয়ে ১৬ রানে হারল লিটনরা।

তবু শেষদিকে এক মুহূর্তের জন্যও নিশ্চিন্ত থাকতে পারেননি ক্যারিবীয়রা। কারণ তানজিম সাকিব ও নাসুম আহমেদের জুটি তখন ম্যাচে উত্তেজনা ফিরিয়ে এনেছিল। সপ্তম উইকেটে দুজনের ৪০ রানের জুটি দলকে জয়ের আশায় বাঁচিয়ে রেখেছিল কিছুটা সময়ের জন্য। তানজিম ৩৩ ও নাসুম ২০ রান করে আউট হলে শেষ হয়ে যায় বাংলাদেশের আশা। সাত নম্বরে নেমে দলের সর্বোচ্চ রান করেন তানজিম।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রভম্যান পাওয়েল বলেন,

“হ্যাঁ, নাসুম ও তানজিমের জুটি আমাদের মনে ভয় ধরিয়েছিল। এটা থেকেই বোঝা যায়, বাংলাদেশের কোনো স্বীকৃত ব্যাটার যদি উইকেটে টিকে থাকত, তাহলে আমরা আরও বেশি চাপে পড়তাম। শেষদিকে উইকেট ভেজা ছিল, তবে আমাদের বোলাররা পরিকল্পনায় অটল ছিল এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়েছে।”

আগামী ম্যাচগুলোতে শিশিরের প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি,

“আমার মনে হয় সিরিজ নির্ধারণী ম্যাচগুলোতে শিশির বড় প্রভাব ফেলবে। আজও শিশিরের প্রভাব অনেক বেশি ছিল, যা আমরা আগে বুঝতে পারিনি। এখন থেকে বিষয়টা মাথায় রাখব।”

চট্টগ্রামের উইকেট নিয়ে সন্তুষ্ট পাওয়েল বলেন,

“৫০ ওভারের ক্রিকেটের তুলনায় এটা অনেক ভালো উইকেট। ব্যাটারদের সুযোগ ছিল, আবার বোলাররাও সহায়তা পেয়েছে। একে ভালো ক্রিকেটীয় উইকেট বলা যায়—যেখানে দক্ষতা থাকলে ব্যাটসম্যান রান করতে পারে, আবার ভালো বোলিং করলেও ফল পাওয়া যায়।”

Exit mobile version