দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে প্রথম দিন হতাশায় ভরা একটি সেশন পার করল বাংলাদেশ। লাঞ্চের পর থেকে একটি উইকেট নিতে না পারায় প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ১ উইকেটে ২০৫ রান নিয়ে চা বিরতিতে যায়।
দ্বিতীয় সেশনের শুরুতে পেসার নাহিদ রানার ডেলিভারিতে রিভিউ নেয় বাংলাদেশ, তবে বল লেগ স্টাম্পের অনেক বাইরে পিচ করায় রিভিউ বিফলে যায়। এরপর টনি ডি জর্জি ফিফটি করে প্রাথমিক রক্ষণাত্মক ভঙ্গি থেকে আক্রমণাত্মক খেলার পথে হাঁটেন। কিছু সুযোগ তৈরি হলেও, কিপার মাহিদুল ইসলাম অঙ্কন হাতছাড়া করেন গুরুত্বপূর্ণ ক্যাচ ও স্টাম্পিং। সকালে মাত্র ৬ রানে ডি জর্জির ক্যাচ মিস করার পর দুপুরে ট্রিস্টান স্টাবসকেও ২৫ রানে স্টাম্পিংয়ের সুযোগ মিস করেন তিনি।
দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেট জুটিতে টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস দলকে সামনের দিকে নিয়ে যান। তাদের ১৩৬ রানের জুটিতে দুজনই ফিফটি পূর্ণ করেন এবং পরে ডি জর্জি প্রথম টেস্ট সেঞ্চুরির স্বাদ পান। চা বিরতির আগেই ১৪৬ বলে ৮ চার ও ২ ছক্কায় শতরানে পৌঁছান তিনি।
বাংলাদেশের বোলাররা কিছুটা নিয়ন্ত্রিত বল করলেও উইকেটশূন্য থাকার হতাশা কাটেনি। তাইজুল ইসলাম একমাত্র সফল বোলার হলেও পরের সেশনে তিনি তেমন সাফল্য আনতে পারেননি। ফলে দ্বিতীয় সেশনে দক্ষিণ আফ্রিকা মাত্র এক উইকেট হারিয়ে ২০৫ রানে পৌঁছায়।