বাংলাদেশে আসছে চ্যাম্পিয়নস ট্রফি

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এর ট্রফি ট্যুর ইতিমধ্যেই শুরু হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের উত্তেজনা বাড়াতে আইসিসি এ উদ্যোগ নিয়েছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলোতে ট্রফি ঘুরিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ও আকর্ষণ তৈরি করার লক্ষ্যেই এ প্রদর্শনী।

পাকিস্তান ও আফগানিস্তানের পর, চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশে আসবে আগামী ১০ থেকে ১৩ ডিসেম্বর। এই চার দিন ট্রফি রাজধানী ঢাকায় প্রদর্শন করা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে, রাজধানীর বাইরেও কোনো জায়গায় ট্রফি নেওয়া হবে কি না, তা এখনো চূড়ান্ত নয়। 

এদিকে, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক টানাপড়েনের কারণে টুর্নামেন্টের আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তানে দল পাঠাতে ভারত সরকারের অনিচ্ছার পরিপ্রেক্ষিতে, বিসিসিআই পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে ট্রফি প্রদর্শনী নিয়ে আপত্তি জানিয়েছিল। এই আপত্তির ভিত্তিতে মুজাফফরাবাদকে সূচি থেকে বাদ দেওয়া হয়েছে এবং বিকল্প স্থান নির্ধারণ করা হয়েছে। 

তবে, প্রদর্শনীর অংশ হিসেবে ভারতেও ১৫ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত মোট ১২ দিন ট্রফি থাকবে, যা অন্যান্য দেশগুলোর তুলনায় বেশি। ২৭ জানুয়ারি ট্রফিটি পাকিস্তানে ফিরে যাবে, যা আয়োজক দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। 

বাংলাদেশে এর আগে ২০২৩ সালের আগস্টে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ট্রফি আনা হয়েছিল, যা পদ্মা সেতুসহ বিভিন্ন স্থানে প্রদর্শন করা হয়। এবার চ্যাম্পিয়নস ট্রফির প্রদর্শনী ক্রিকেটপ্রেমীদের জন্য আরও একবার রোমাঞ্চের সুযোগ এনে দেবে।

Exit mobile version