বাংলাদেশে চ্যাম্পিয়নস ট্রফি, দেখার সুযোগ পাবেন যেভাবে

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির বিশ্বভ্রমণ পর্বের অংশ হিসেবে আজ বাংলাদেশে পৌঁছেছে এই মর্যাদাপূর্ণ ট্রফি। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত এটি বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রদর্শিত হবে।

ট্রফির বাংলাদেশ সফর শুরু হবে কক্সবাজার থেকে। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে আগামীকাল সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত জনসাধারণের জন্য ট্রফি উন্মুক্ত থাকবে। এরপর এটি ঢাকায় নিয়ে যাওয়া হবে।

১২ ডিসেম্বর ট্রফিটি রাখা হবে রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মলে। এদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্রিকেটপ্রেমীরা ট্রফি উপভোগ করতে পারবেন। এর পরদিন, ১৩ ডিসেম্বর, এটি প্রদর্শিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। সেখানে সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফিটি দেখার সুযোগ থাকবে।

শেরেবাংলা স্টেডিয়ামের প্রদর্শনী মূলত জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল, সাবেক ও বর্তমান ক্রিকেটার, ক্রিকেট সংগঠক, কর্মকর্তা এবং সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে।

ট্রফিটির এই বিশ্বভ্রমণ শুরু হয়েছে আয়োজক দেশ পাকিস্তান থেকে, যেখানে ১৬ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এটি প্রদর্শিত হয়। এরপর এটি আফগানিস্তানে যায় এবং এখন বাংলাদেশে রয়েছে।

বাংলাদেশে সফর শেষে ট্রফিটি ১৫ থেকে ২২ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডে প্রদর্শিত হবে। আগামী বছরের ১৫ জানুয়ারি ট্রফিটি পৌঁছাবে ভারতে।

এই আয়োজন বাংলাদেশে ক্রিকেটপ্রেমীদের জন্য বড় একটি সুযোগ, যেখানে তারা সরাসরি ট্রফিটি দেখার অভিজ্ঞতা নিতে পারবেন।

Exit mobile version