বাংলাদেশে নারী টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসির উদ্বেগ নেই-পাপন

দেশে চলমান পরিস্থিতিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির উদ্বেগের খবর বেরিয়েছিল! তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন। আইসিসি সভায় এই নিয়ে কোন আলাপ হয়নি।

ঢাকা ও সিলেটে আগামী ৩ থেকে ২০ অক্টোবর হতে যাচ্ছে এবারের নারীদের বিশ্ব আসর। তবে গত দুই সপ্তাহ দুয়েক ধরে দেশের অস্থিরতায় এই আসর নিয়ে আইসিসির উদ্বেগ আছে বলে খবর দিয়েছিলো ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ।

এ বিষয়ে ক্রীড়া মন্ত্রী ও বিসিবি সভাপতি গত রোববার ক্রীড়া মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন,‘আইসিসির চিন্তা দূর হয়েছে, আমি যখন সেখানে (শ্রীলঙ্কা) যাই দেশের অবস্থা ছিলো শোচনীয়, বাংলাদেশের বাইরে যোগাযোগের অবস্থা ছিলো না। খবর দেখে তারা উদ্বিগ্ন ছিলো। আমাকে দেখার পর তারা বুঝল যে সব কিছু ঠিকাছে। এরপর আইসিসি সভায় এই নিয়ে কোন কথা হয়নি।’

এছাড়া অক্টোবরে আইসিসির পরবর্তী সভা ঢাকাতেই হবে বলে জানিয়েছেন বোর্ড প্রধান। সেই সভায় আইসিসির নতুন কমিটি নির্বাচিত হতে পারে বলেও খবর দিয়েছেন তিনি। পাপন বলেন,‘আইসিসির পরের বোর্ড মিটিং ঢাকায় হবে। এখানে নির্বাচনটাও হওয়ার কথা।’

Exit mobile version