দীর্ঘ বিরতির পর টেস্টে ক্রিকেটে ফিরছে টাইগাররা। টেস্ট ইতিহাসের ২৫ বছর পূর্তির পরের দিন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল। টানা ওয়ানডে ও টি-টোয়েন্টির ব্যস্ততা শেষে এবার টেস্ট পরীক্ষায় বাংলাদেশের।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর ১৮টি আন্তর্জাতিক ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে টাইগাররা। যার মধ্যে ৬টি ওয়ানডে খেলে ৩টিতে জয় আর হেরেছে ৩ ম্যাচে। এই সময়ে ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশের জয় ৫ আর ৬ ম্যাচে। একটিতে ফলাফল হয়নি।
ওয়ানডে ও টি-টোয়েন্টির পরিসংখ্যানের চেয়ে টেস্টে এগিয়ে আছে শান্তরা। সবশেষ ১০টি টেস্টের মধ্যে বাংলাদেশ জিতেছে চারটিতে আর ড্র করেছে এক ম্যাচে। বাকি পাঁচ টিতে হার। গত জুনে সবশেষ টেস্টে সিরিজে শ্রীলঙ্কা সফরে একটিতে ড্র ও অন্যটিকে হেরেছে তারা।
ঘরের মাঠে টেস্টে খেলেছে গত এপ্রিলে। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্টে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে। সিলেটে প্রথম টেস্টে ৩ উইকেটে হারের পর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১০৬ রানে জয় তুলে নেয় শান্তর দল।
তবে আয়ারল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত একবাই টেস্টে খেলেছে বাংলাদেশ। ২০২৩ সালে বাংলাদেশে সফরে মিরপুরে সেই টেস্টে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান। মুশফিকুর রহিমের প্রথম ইনিংসের সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে ফিফটিতে বাংলাদেশ উইকেটে জয় পায়।
দুই বছর পর বাংলাদেশ সফরে টেস্ট আর তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে আইরিশরা। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি মঙ্গলবার সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।
টেস্ট সিরিজকে সামনে রেখে সিলেটে সুরমা নদীর তীরবর্তী ১৫১ বছর পুরনো ঐতিহাসিক আলী আমজদের ঘড়ি ঘরের সামনে ও ঐতিহাসিক ক্বিন ব্রিজের পাশে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করা হয়। ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও আয়ারল্যান্ডের অধিনায়ক এন্ডু বার্লবির্নি।
এবার জেনে নিন বাংলাদেশের সম্ভাব্য একাদশ। জয় দিয়ে সিরিজ শুরু করতে ওপেনিংয়ে থাকছেন মাহমুদুল হামান জয় ও সামদান ইসলাম। ওয়ানডাউনে থাকছেন নাজমুল হোসেন শান্ত। আর চারে থাকছেন মুমিনুল হক। আর পাঁচে থাকতে পারেন লিটন কুমার দাস।
তেনটি হলে সাতে মেহেদী হাসান মিরাজ আর আটে তাইজুল ইসলাম। এছাড়া একাদশে থাকতে পারে তিন পেসার। তারা হলেন সৈয়দ খালেদ, এবাদত হোসেন ও নাহিদ রানা।
বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন ও হাসান মুরাদ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















