বাংলাদেশ দলকে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়ে বাংলাদেশ জাতীয় দল সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এক বার্তায় যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘পরিবর্তনের ছোঁয়া যখন পুরো বাংলাদেশে, তখন তার প্রতিচ্ছবির দেখা মিলেছে ক্রিকেটেও। পরিবর্তন লক্ষ্য করা গেছে খেলোয়াড়দের শারীরিক ভাষাতেও। টেস্ট স্ট্যাটাস অর্জনের পর পাকিস্তানের বিপক্ষে ১৩টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। এক ড্রয়ের বাইরে কোন জয় পায়নি টিম টাইগার্স। দু’দলের ১৪তম ম্যাচে নিজেদের ১ম জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

উপদেষ্টা আরও বলেন, ‘যোগ্যতার বিচারে খেলোয়াড়দের সুযোগ নিশ্চিত হলে এবং মানসিকভাবে চাপহীন থাকলে আমাদের সফলতা আসবেই’। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি এ জয় উৎসর্গ করায়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানান তিনি।

রাওয়ালপিন্ডি টেস্টে জয় পাওয়ায় দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো নাজমুল হোসেন শান্তর দল। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ৩০ আগস্ট শুরু হবে। এই ম্যাচের ভেন্যু ছিলো করাচি ন্যাশনাল স্টেডিয়াম। কিন্তু আগামী বছর অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য করাচি স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় প্রথমে বলা হয়েছিলো দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। পরে সিদ্ধান্ত পাল্টিয়ে ম্যাচটি করাচি থেকে রাওয়ালপিন্ডিতে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

Exit mobile version