আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই নতুন এক সিরিজের প্রস্তাব পেলো বাংলাদেশ ক্রিকেট দল। অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ রয়েছে টাইগারদের। তবে ওই সিরিজের আগে যে সময় খালি রয়েছে, সেই সময়েই আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজ আয়োজন করতে চায় বিসিবি। যদিও সিরিজের চূড়ান্ত সূচি এখনও ঠিক হয়নি।
এই সিরিজ মাঠে গড়ালে ২০২৩ সালে নির্ধারিত আফগানিস্তান সিরিজের বাকি অংশও সম্পন্ন হবে। ওই সময় ভারতের গ্রেটার নয়ডায় দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে বিভিন্ন জটিলতায় শেষ পর্যন্ত শুধু ওয়ানডে সিরিজই হয়েছিল, টি-টোয়েন্টি এবং টেস্ট পিছিয়ে দেওয়া হয়েছিল।
এছাড়া, বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে টেস্ট সিরিজ নিয়েও আলোচনা চলছে। সম্ভাব্য টেস্ট সিরিজটি আগামী বছর আয়োজনের পরিকল্পনা করছে দুই বোর্ড।
২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেও এই সিরিজকে গুরুত্বপূর্ণ মনে করছে বিসিবি। এদিকে চলতি আগস্টে ভারতের বিপক্ষে নির্ধারিত সিরিজ স্থগিত হওয়ায় বিকল্প সিরিজ খেলার দিকেও নজর দিয়েছে বাংলাদেশ।
