বাংলাদেশ দল সবশেষ পাকিস্তানের মাটিতে লাল বলের ক্রিকেটে খেলেছিল ২০২০ সালে। এরপর গত ৪ বছরে টেস্ট ক্রিকেটে এই দুই দলের আর দেখা হয়নি। তাঁরা পুনরায় মুখোমুখি হতে যাচ্ছে আগামী ২১ আগস্ট, পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে।
আর কিছুদিন পরেই মাঠে গড়াতে যাওয়া এ সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বর্তমানে বাংলাদেশ দল পাকিস্তানে অবস্থান করে সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে।
দুই ম্যাচের এই টেস্ট সিরিজের জন্য ৫ জন ধারাভাষ্যকার ও ১ জন উপস্থাপকের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ধারাভাষ্যকারদের মধ্যে তিনজন পাকিস্তানের, একজন করে রয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার।
পাকিস্তানের তিনজন হলেন- সাবেক ক্রিকেটার বাজিদ খান, আমির সোহাইল ও উরুজ মুমতাজ।
বাংলাদেশ থেকে আছেন আতাহার আলী খান ও দক্ষিণ আফ্রিকা থেকে আছেন নিক কম্পটন।
উপস্থাপকের দায়িত্বে রয়েছেন পাকিস্তানের সিকান্দার বাখত।