বাংলাদেশ সফরে পাকিস্তান, জুলাইয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

পাকিস্তানের বিপক্ষে এখনো মাঠে গড়ায়নি সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। লাহোরে চলমান তিন ম্যাচের সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আজ (শুক্রবার) রাতেই অনুষ্ঠিত হবে। এরইমধ্যে চূড়ান্ত হয়ে গেছে পাকিস্তান দলের বাংলাদেশ সফরের সময়সূচি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর মধ্যে সমন্বয়ের মাধ্যমে আগামী জুলাই মাসে আয়োজিতব্য টি-টোয়েন্টি সিরিজের সময় নির্ধারিত হয়েছে। পাকিস্তান দল আগামী ১৮ জুলাই ঢাকায় পা রাখবে।

সফরের অংশ হিসেবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজের সূচি অনুযায়ী—

প্রথম ম্যাচ: ২০ জুলাই

দ্বিতীয় ম্যাচ: ২২ জুলাই

তৃতীয় ম্যাচ: ২৪ জুলাই

বিসিবি সূত্র জানিয়েছে, প্রাথমিক সূচি পিসিবিকে পাঠানো হয়েছে এবং তাদের সম্মতিও মিলেছে। সিরিজটি আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত আসে চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় বিসিবি-পিসিবি কর্তাদের এক বৈঠকে।

এই সিরিজের মাধ্যমে দুই দলই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি আরও একধাপ এগিয়ে নিতে চায়। ঘরের মাঠে বাংলাদেশ দল চাইবে আত্মবিশ্বাস ফেরানোর পাশাপাশি তরুণদের পারফরম্যান্সে নতুন সম্ভাবনার বার্তা দিতে।

বাংলাদেশ সফর শেষ করেই পাকিস্তান দল ক্যারিবিয়ান সফরে উড়াল দেবে, যেখানে তাদের অপেক্ষায় আরও একটি আন্তর্জাতিক সিরিজ। সব মিলিয়ে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ আবারও উপমহাদেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে।

Exit mobile version