এশিয়া কাপ রাইজিং স্টার চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম দুই ম্যাচে হংকং ও আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের পথ প্রায় নিশ্চিত করেছিল আকবর আলির দল। সেই ধারাবাহিকতা ধরে রেখেই তারা শেষ পর্যন্ত সেরা চারে জায়গা করে নিয়েছে। যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচে গতকাল বুধবার শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে বাংলাদেশ ৬ রানে পরাজিত হয়।
কাতারের দোহা ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে শ্রীলঙ্কা ‘এ’ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৫৯ রান। জবাবে টাইগাররা শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৫৩ রানের বেশি তুলতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান আসে হাবিবুর রহমান সোহানের ব্যাট থেকে। তবুও নেট রানরেটে এগিয়ে থেকে ‘এ’ গ্রুপের শীর্ষেই থাকে বাংলাদেশ।
লঙ্কানরা যদিও শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে, তবে এর আগে তারা আফগানিস্তান ‘এ’ দলের কাছে হেরে বসেছিল। গ্রুপ পর্ব শেষে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান তিন দলই ৩ ম্যাচে ২ জয় নিয়ে সমান ৪ পয়েন্ট পেয়েছে। কিন্তু নেট রানরেটে পিছিয়ে থাকায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে আফগানিস্তান ‘এ’। বাংলাদেশের পরেই দুই নম্বরে অবস্থান শ্রীলঙ্কার।
এদিকে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান ‘এ’ এবং ভারত ‘এ’। তিন ম্যাচের সবকটিতে জিতে গ্রুপসেরা হয়েছে পাকিস্তান ‘এ’। আর দুই নম্বরে থাকা ভারতের সঙ্গে আগামীকাল শুক্রবার ২১ নভেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ সেমিফাইনালের প্রথম ম্যাচে। একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা খেলবে পাকিস্তানের বিপক্ষে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















