বাংলাদেশ-পাকিস্তান সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ দিয়েই দীর্ঘ ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। তবে ফিরে এসেই পুরোনো বিতর্ক—উইকেট। প্রথম দুই ম্যাচে ছিল লো-স্কোরিং পিচ, যেখানে ব্যাটাররা রান করতে হিমশিম খায়। বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও আলোচনা হয় উইকেট নিয়ে। এবার মুখ খুললেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
পাকিস্তানের কোচ মাইক হেসন এর আগেই বলেছিলেন, “মিরপুরের উইকেট আন্তর্জাতিক মানের নয়।” ফাহিমও তার সঙ্গে একমত, “স্পোর্টিং (উইকেট) করার চেষ্টা করেছে। এখন করতে পারেনি, যারা এটা করে এই দায়টা তাদের। আমার মনে হয় না বোর্ডের দিক থেকে বলা হয়েছে লো–স্লো উইকেট করতে হবে। আমরা চাই ভালো, বাউন্সি উইকেট হোক।”
চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ফাহিম বলেন, “মিরপুরের উইকেটটা মোটেই সন্তোষজনক নয়। এটা আমরা সবাই স্বীকার করি। সামনে কাজ করলে হয়তো পুরো মাটিই সরিয়ে ফেলতে হবে বা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। সামনে হয়তো কিছু পরিবর্তন আসবে, তার মাধ্যমে আমরা আরও বেটার উইকেট দেখতে পারি মিরপুরে।”
উইকেটে ঘাস না থাকায় বল দ্রুত ক্ষয় হয় বলেও জানান তিনি। “উইকেটে ঘাস থাকলে বলের খুব ক্ষতি হতো না। মাটিতে বলের সঙ্গে সংঘর্ষ হলে তখন বলও মাটির রং–ই ধারণ করে।”
এর আগে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন,“ক্রিকেটারদের ভালো করার জন্য দরকার ভালো উইকেট। মিরপুরের উইকেট আদর্শ উইকেট না। ব্যাট ভেঙে যায়, আত্মবিশ্বাস পায় না খেলোয়াড়রা।”
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















