বাবরকে জার্সি দিলেন বিরাট, চটলেন আকরাম!

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচে পাত্তাই পায়নি পাকিস্তান। ৭ উইকেটে হেরেছে বাবর আজমের দল। হেরে যাওয়া ম্যাচে নতুন বিতর্ক যোগ হয়েছে বিরাট কোহলির কাছ থেকে বাবর আজমের জার্সি নেয়ার ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চটেছেন পাকিস্তানী কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে দেওয়া তথ্যে আকরাম বলেছেন, ‘মাঠে বাবরের কোহলির সঙ্গে সাক্ষাৎ করা উচিত হয়নি। তাঁর সঙ্গে এভাবে সামনাসামনি দেখা করার পরিস্থিতি তখন ছিল না। ওর গোপনে শার্ট নেওয়া উচিত ছিল।’

গতকালের হাই ভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে ৫০ রান করেছেন বাবর আজম। মোহাম্মদ সিরাজের বলে বাবরের উইকেট যাওয়ার পর একের পর এক উইকেট যেতে থাকে পাকিস্তানের। শেষ পর্যন্ত ১৯১ এ গিয়ে ঠেকে রান। পাকিস্তানের দেওয়া ১৯২ রানের লক্ষ্য সাত উইকেট হাতে রেখে টপকে যায় ভারত।

কিন্তু এমন হারের পর অধিনায়ক হয়েও খুব একটা বিচলিত ছিলেন না বাবর আজম, এমনটাই বলছেন ক্রিকেট বিশ্লেষকরা। ম্যাচ শেষে দু দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে নিজেদের মধ্যে কথা বলতে দেখা যায়। কথার ফাঁকেই বাবরকে একটি জার্সি দেন বিরাট। বাবরকেও হাসিমুখে জার্সি নিতে দেখা যায়।

এদিকে বাবরের জার্সি নেওয়ার বিষয়টি ওয়াসিম আকরামের পছন্দ না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে বাবরের প্রশংসা করেছেন ভারতীয় সমর্থকরা।

Exit mobile version