র্যাংকিংয়ের সেরা ব্যাটার হিসেবে বিশ্বকাপ শুরু করেছেন পাকিস্তানের বাবর আজম। তবে নেদারল্যান্ডসের সঙ্গে প্রথম ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি পাকিস্তানের এই অধিনায়ক। মাত্র ৫ রানে আউট হয়েছেন। তা সত্ত্বেও ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন তিনি। ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচ জেতা প্রথম পাকিস্তানী অধিনায়ক বাবর আজম। এর আগে ভারতে এসে বিশ্বকাপের কোনো ম্যাচে জয়ের দেখা পায়নি পাকিস্তান।
এবারের আগে ভারত দুইবার বিশ্বকাপ আয়োজন করেছে। কিন্তু কোনবারই একভাবে নয়। ১৯৯৬ সালে ভারতের সঙ্গে সহ-আয়োজক ছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। ২০১১ সালে ভারতের সঙ্গে ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
১৯৯৬ সালে ব্যাঙ্গালোরে ভারতের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলেছিল পাকিস্তান। আমির সোহেলের নেতৃত্বাধীন পাকিস্তান সেবার ভেঙ্কটেশ প্রসাদের বোলিংয়ে ধরাশায়ী হয়েছিল।
২০১১ সালের বিশ্বকাপেও পাকিস্তান ভারতে এসেছিল। সেবারও ছিল নকআউট ম্যাচ। মোহালিতে সে ম্যাচে মাহেন্দ্র সিং ধোনীর ভারতের কাছে পরাস্ত হয়েছিল শহীদ আফ্রিদির পাকিস্তান। এবারের বিশ্বকাপের আগ পর্যন্ত বিশ্বকাপে পাকিস্তান ভারতে এ দুটো ম্যাচই খেলেছিল। দুটোতেই হেরেছিল তারা।
এবার ভারত একক আয়োজক। সব ম্যাই ভারতে। প্রথম ম্যাচ জিতেই কীর্তি গড়েছেন বাবর আজম। ভারতের মাটিতে পাকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপের ম্যাচে জয় পেয়েছে। তবে বাবর আজমের কীর্তি এক ম্যাচেই সীমাবদ্ধ থাকবে না তা নিশ্চিত করেই বলা যায়। একের পর এক জয়ে তাকে নিয়ে যেতে পারে অন্য পাকিস্তানী অধিনায়কদের চেয়ে ধরা ছোঁয়ার বাইরে।