বাবরে ভর করে সাকিবহীন রংপুরের জয়

প্রথম ম্যাচে ফরচুন বরিশালের কাছে হারের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরেছে রংপুর রাইডার্স। বিপিএলের সপ্তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৬ উইকেটে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল।

আজ বিপিএলের এবারের আসরে রংপুরের জার্সিতে প্রথম ম্যাচ খেলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। এসেই হয়েছেন জয়ের নায়ক। তাঁর অপরাজিত অর্ধশতকে চার উইকেট হাতে রেখে ম্যাচ জিতেছে রংপুর।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের শুরুতে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১২০ রানের স্বল্প পুঁজি সংগ্রহ করে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স

জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩৯ রানেই ছয় উইকেট হারায় রংপুর। তবে বাবর আজম ও আজমতুল্লাহ ওমরজাইয়ের দুর্দান্ত ৮৬ রানের জুটিতে জয়ে ফেরে সোহানরা।

শেষ পর্যন্ত আজমতুল্লাহ ৩৫ বলে ৪৭ এবং বাবর আজম ৪৯ বলে ৫৬ রান করে অপরাজিত ছিলেন।

Exit mobile version