বাবা সচিনের পথেই পুত্র অর্জুন, বিয়ে করছেন বয়সে বড় সানিয়া চন্দোককে

এবার বিয়ের ব্যাপারে বাবা সচিন তেন্ডুলকরের পথেই হাঁটলেন অর্জুন তেন্ডুলকর। সচিনের থেকে তাঁর স্ত্রী অঞ্জলি যেমন বয়সে বড়, তেমনই অর্জুনের থেকে বয়সে বড় তাঁর হবু স্ত্রী সানিয়া চন্দোক। বিয়ের ব্যাপারে বাবা সচিন তেন্ডুলকরের পথেই হাঁটলেন অর্জুন তেন্ডুলকর। বয়সে বড় মেয়েকেই বিয়ে করছেন অর্জুন।

সানিয়া চন্দোকের সঙ্গে কিছু দিন আগেই বাগ্‌দান হয়েছে তাঁর। সেই সানিয়া বয়সে অর্জুনের থেকে এক বছরের বেশি বড়। সবশেষ গত ১৩ অগস্ট অর্জুনের সঙ্গে সানিয়ার বাগ্‌দানের খবর প্রকাশ্যে আসে। সানিয়ার জীবনপঞ্জী ঘাঁটতে গিয়ে দেখা গিয়েছে, তাঁর জন্ম ১৯৯৮ সালের ২৩ জুন। অর্থাৎ এখন তাঁর ২৬ বছর বয়স।

অর্জুনের জন্ম ১৯৯৯-এর ২৪ সেপ্টেম্বর। তিনি এখন ২৫। অর্জুনের থেকে এক বছর তিন মাসের বড় সানিয়া। ঘটনাচক্রে, অর্জুন তাঁর দিদি সারার থেকে দু’বছরের ছোট। সচিন ১৯৯৫ সালে অঞ্জলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন। তবে বিয়ের আগে থেকেই তাঁদের পাঁচ বছর বয়সের ব্যবধান নিয়ে আলোচনা হয়েছিল। সচিনের জন্ম ১৯৭৩-এর ২৪ এপ্রিল। অঞ্জলির জন্ম ১৯৬৭-র ১০ নভেম্বর।

Exit mobile version