নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমাকে বাদ রেখেই ঘরের মাটিতে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে অধিনায়কত্ব করা বাভুমার পরিবর্তে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে প্রোটিয়াদের নেতৃত্বের দায়িত্বে থাকবেন এইডেন মার্করাম। বিশ্বকাপে কয়েকটি ম্যাচে বাভুমার অবর্তমানে ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন তিনি।
এবারের ক্রিকেট বিশ্বকাপের শুরুটা বেশ ভালোই হয়েছিলো দক্ষিণ আফ্রিকার। ডি কক, ক্লাসেন, মার্করাম আর মিলারদের নিয়মিত পারফর্ম্যান্স প্রতিপক্ষ বোলারদের জন্য আতংকের কারণ হয়ে দাঁড়িয়েছিলো। প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপের উপর ভর করে সেমিফাইনালে জায়গা করে নেয় টেম্বা বাভুমার দল। তবে দল সেমিতে উঠলেও ব্যাট হাতে ফর্মে ছিলেন না অধিনায়ক নিজেই। আট ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১৪৫ রান। আর তাইতো ভারতের বিপক্ষে ঘোষিত ওয়ানডে স্কোয়াডে জায়গা পাননি এই দক্ষিণ আফ্রিকান ওপেনার।
ভারতের বিপক্ষে টি-২০ সিরিজের দলেও জায়গা পাননি তিনি। দক্ষিণ আফ্রিকা বোর্ড থেকে অবশ্য বলা হয়েছে তাঁরা তাঁদের নিয়মিত এই অধিনায়ককে বিশ্রামে রেখেছে। তবে এটি নিশ্চিত করে বলাই যায় যে বিশ্বকাপের মতো বড় মঞ্চে ফর্মহীনতায় থাকার কারণেই সাদা বলের ক্রিকেট থেকে আপাতত বাদ দেয়া হয়েছে নিয়মিত এই ওপেনারকে।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দলে না থাকলেও টেস্ট দলে অধিনায়ক হিসেবেই রাখা হয়েছে বাভুমাকে। বিশ্বকাপে নেতৃত্ব দেয়া এই ওপেনার দক্ষিণ আফ্রিকার জার্সিতে আবারো মাঠে ফিরবেন ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে। এর আগে অবশ্য প্রস্তুতি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেট খেলবেন তিনি।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড : এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টনি ডি জোর্জি, রেজা হেনড্রিক্স, হেনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, ডেভিড মিলার, মিহলালি মঙ্গোয়ানা, উইয়ান মুল্ডার, অ্যান্ডিলো ফেহলুকায়ো, তাবরিজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরেইনি ও লিজার্ড উইলিয়ামস।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড : এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, ম্যাথু ব্রিৎজ, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজে, ডোনোভান ফেরেইরা, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, অ্যান্ডিলো ফেহলুকায়ো, তাবরিজ শামসি, ট্রিস্টান স্টাবস ও লিজার্ড উইলিয়ামস।