বাসার-নান্নুর মুখেও সুশাসনের বাণী!

গণ-অভ্যুত্থানে মুখে দেশ থেকে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতার পালাবদলে দেশের ক্রীড়াঙ্গনেও পরিবর্তন আসছে। মঙ্গলবার সকালে বিসিবির সামনে অবস্থান নিয়েছিলেন বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা। তাদের ব্যানারে বিভিন্ন দাবি-দাওয়ার কথা লেখা ছিল।

আর সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। সেখানেগণমাধ্যকে হাবিবুল বাসার নান্নু বলেন, ‘এখন সবার সহযোগিতা নিয়ে আমাদের ক্রিকেটটাকে চলমান রাখতে হবে। এখন দ্বিপাক্ষিক সিরিজ আছে, এ টিমের সফর আছে, সামনে টেস্ট সিরিজ আছে। এগুলো যাতে সময়মতো হয় সেটার জন্য সবার সহযোগিতা আমাদের দরকার।’

এছাড়া তিনি বলেন,‘এখানে সুন্দরভাবে সবার সহযোগিতা নিয়ে ক্রিকেটটাকে এগিয়ে নেওয়ার জন্য বদ্ধপরিকর। এখানে কোনো দ্বিমত নাই কারোর। আমাদের সবার সহযোগিতার দরকার, আমরা ক্রিকেটটাকে এগিয়ে নেব এটা আমাদের দায়িত্ব। আমরা চাই যে সুশাসনের, সুন্দরভাবে আমাদের দেশটাকে এগিয়ে নিতে পারি। এবং ভালোমতো মাথা উঁচু করে যাতে সমাজে দাঁড়াতে পারি সবাই চাচ্ছে এটা।’

জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার আরও বলেন,‘আমার মনে হয় দ্রুত এই সমস্যাকেটে যাবে। আমাদের সবকিছু তো ইন অর্ডার আছে। প্র্যাক্টিস আবার শুরু হয়ে যাবে। আমি আশাবাদী যে আমাদের যে প্রোগ্রামগুলো ছিল সেগুলো আবার ঠিক মত হবে। কারণ আমাদের সামনে গুরুরত্বপূর্ণ খেলা আছে, বিশ্বকাপ আছে আমাদের ট্যুর আছে।’

Exit mobile version