বিকেএসপির মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে তামিম

বিসিবির বোর্ডসভা স্থগিত

সাভারের বিকেএসপির মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তাঁকে বিকেএসপির পাশে কেপিজে হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি বিসিবির মেডিকেল বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে।

এছাড়া তামিমের দল মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম এ বিষয়ে বলেন,‘তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু হেলিকপ্টারে উঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে কেপিজে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম ইকবাল। সকালে অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন। কিন্তু এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় নিয়ে যাওয়া হয় বিকেএসপির পাশে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে। সবশেষ খবর, এই মুহূর্তে তিনি সেখানেই ভর্তি।

তামিম ইকবালের অসুস্থতার খবরে বিসিবির বোর্ডসভা স্থগিত করা হয়েছে। দুপুর ১২টায় সভা শুরু হওয়ার কথা ছিল। তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা।

Exit mobile version