স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। জিম্বাবুয়ে থেকে আজ বিকেলেই ঢাকায় পৌঁছাবে জিম্বাবুয়ে। ঢাকা এক দিনের বিশ্রাম শেষে পরদিন সিলেটে যাবে ১৫ সদস্যের দলটি।
বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা জিম্বাবুয়ে দলকে বহনকারী বিমানটির। ঢাকা থেকে পরদিন সিলেটে যাবে অতিথিরা। লাক্কাতুরায় ২০ এপ্রিল শুরু হবে প্রথম টেস্ট। এরপর চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ২৮ এপ্রিল থেকে। সিরিজ শেষে ৪ মে দেশে ফিরে যাবে জিম্বাবুয়ে ক্রিকেট টিম।
নিজেদের হারিয়ে খোঁজা জিম্বাবুয়ে দলের বিপক্ষে ম্যাচ নিয়ে সতর্ক বাংলাদেশ। এবার পূর্ণ শক্তির দল নিয়েই সফরে আসছে তারা। ১৫ সদস্যের স্কোয়াডে ফিরেছেন দুই অভিজ্ঞ ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামস।