বিজয়ের গাজীকে উড়িয়ে দিল আকবরের রূপগঞ্জ

ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় দিনের খেলায় বিজয়ের গাজী গ্রুপ ক্রিকেটার্সকে উড়িয়ে দিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপির তিন নম্বার মাঠে গাজীকে ১০ উইকেটে হারায় আকবর আলীর লিজেন্ডস অফ রূপগঞ্জ।

এদিন বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় বিজয়ের গাজী গ্রুপ ক্রিকেটার্স। রূপগঞ্জর শরিফুল ও তানভিরদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৩৮.৫ ওভারে ৯৩ রানে গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান আসে আব্বুল গফফারের ব্যাট থেকে। এছাড়া তোফায়েল আহমেদ ২৪ ও ওয়ায়েজ সিদ্দিকী ১৮ রান করে বিদায় নেন।

ব্যাট হাতে টপঅর্ডারের ছয় ব্যাটার মিলে করেন মাত্র চার রান। ওপেনার বিজয় শুণ্য, সাদিকুর রহমান ১, মোহাম্মদ সালমান ২, শামসুর রহমান ১ এছাড়া আমিনুল ইসলাম ও শেখ পারভেজ শুণ্য রানে বিদায় নেন। বল হাতে লিজেন্ডস অফ রূপগঞ্জর হয়ে শরিফুল ইসলাম ১০ ওভারে মাত্র ১৪ রান দিয়ে একাই নেন চার উইকেট। এছাড়া তানভির ১০ ওভারে ২৩ রানে শিকার করেন তিন উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের অপরাজিত জুটিতে মাত্র ১৩.৫ ওভারে বিনা উইকেটে ৯৭ রান তোলে তারা। সাইফ হাসান ২৭ ও তামিম ৬৫ রান করে অপরাজিত থাকেন।

Exit mobile version