বিজয়ের ব্যাটে গাজীর জয়

ঢাকা প্রিমিয়ার লিগে পঞ্চম রাউন্ডের খেলায় কম রান করেও বড় জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। শনিবার বিকেএসপির চার নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৯৪ রানে হারায় তারা। ঢাকা প্রিমিয়ার লিগে বিজয়ের গাজীর টানা দ্বিতীয় জয়।

এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৪৩.৪ ওভারে ১৮৩ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে অধিনায়ক এনামুল হক বিজয় সর্বোচ্চ ৪৮ রান করেন। এছাড়া আমিনুল ইসলাম ৩৫, সাকলাইন ২৪ ও তোফায়েলের ব্যাট থেকে আসে ২০ রান। বল হাতে প্রাইম ব্যাংকের পক্ষে মাহিদুল ইসলাম ও আরাফাত সানী তিনটি করে উইকেট নেন। এছাড়া হাসান মাহমুদ ও রিশাদ হোসেন নেন দুটি করে নেন দুটি করে উইকেট।

জবাবে আবু হাশেসের দুর্দান্ত বোলিংয়ে ২৩.২ ওভারে ৮৯ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করে রিশাদ হোসেন। এছাড়া নাঈম শেখ ১৫। আর কোন ব্যাটার গাজীর বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। বল হাতে গাজীর পক্ষে আবু হাশেম ৪.২ ওভারে ১২ রান দিয়ে একাই নেন তিন উইকেট। এছাড়া লিওন ইসলাম ও শেখ পারভেজ হোসেন নেন দুটি করে উইকেট।

Exit mobile version