ঢাকা প্রিমিয়ার লিগে মঙ্গলবার তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকেএসপির মাঠে গুলশান ক্লাবের বিপক্ষে সেঞ্চুরি করেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক এনামুল হক বিজয়। তার সেঞ্চুরিতে ৪ উইকেটে জিতেছে গাজী। এছাড়া দিনের বাকি দুই ম্যাচে জিতেছে ব্রাদার্স ইউনিয়ন ও লিজেন্ডন্স অব রূপগঞ্জ।
এদিন বিকেএসপির চার নম্বর মাঠে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮১ রান তোলে গুলশান। জবাবে বিজয়ের সেঞ্চুরিতে ৪৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৩ রান তোলে গাজী। ফলে ৪ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে বিজয়রা। বিজয় ১৪২ বলে ১১ বাউন্ডারি ও তিন ছক্কায় ১৪৪ রান করে অপরাজিত থাকেন।
বিকেএপির তিন নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়ন প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৫ রান তোলে। জবাবে পারটেক্স ৪৮.১ ওভারে ১৯৬ রানে গুটিয়ে যায়। পলে ব্রাদার্স ইউনিয়ন ২৯ রানে জয় পায়।
এছাড়া মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিজেন্ডন্স অব রূগগঞ্জ ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৮ রান তোলে। জবাবে রূপগঞ্জ টাইগার্স ৪২.২ ওভারে ১২৬ রানে গুটিয়ে যায়। ফলে ১৭২ রানের বিশায় জয় তুলে নেয় লিজেন্ডন্স অব রূগগঞ্জ ।