ভারতের মাটিতে অনুষ্ঠিত ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হেরেছিলো দক্ষিণ আফ্রিকা। ভারত থেকে যুক্তরাষ্ট্র। আরেকটা বিশ্বকাপ। যদিও তা ২০ ওভারের। কিন্তু নেদারল্যান্ডস বলেই কিনা ১০৪ রানের টার্গেটে স্নায়ুচাপের শিকার দলটা দলীয় ১২ রানে চার উইকেট হারায়। শেষ পর্যন্ত চার উইকেট ও সাত বল হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে এইডেন মার্করামের দল।
১০৪ রানের টার্গেটে ইনিংসের প্রথম বলেই রান আউটের শিকার হন কুইন্টন ডি কক। দ্বিতীয় ওভারেই ফেরেন তিন রান করা আরেক ওপেনার রিজা হেনড্রিক্স। তৃতীয় ওভারে দলের বিপদ বাড়ান অধিনায়ক মার্করাম। আউট হন শূন্য রানে। তখনও ঠিক বোঝা যায়নি কি অপেক্ষা করছে তাদের সামনে।
৫ম ওভারে চার রান করা হেইনরিচ ক্লাসেন আউট হলে দলীয় ১২ রানে চার উইকেট হারিয়ে রীতিমতো ধুকতে থাকে দক্ষিণ আফ্রিকা। সেখান থেকেই তাদের ঘুরে দাঁড়ানো। ৫ম উইকেটে ৬৫ রানের জুটিতে বিপর্যয় কাটানোর পাশাপাশি দলকে জয়ের ভিত গড়ে দেন ট্রিস্টান স্ট্রাবস ও ডেভিড মিলার।
৩৩ রান করা স্টাবস আউট হলেও মিলার অপরাজিত ছিলেন ৫৯ রানে। স্টাবসের আউটের পর আরও একটা উইকেট হারায় বিশ্বকাপে ‘চোকারখ্যাত’ দলটা। মার্কো জানসেন তিন রান করে ফন বিকের বলে বোল্ড হয়ে ফেরেন।
নেদারল্যান্ডসের পক্ষে দুটি করে উইকেট তুলে নেন ভিভিয়ান কিংমা ও ফন বিক।
‘ডি গ্রুপে’ দুই জয়ে চার পয়েন্ট নিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কাকে হারানো বাংলাদেশ আছে টেবিলের দুইয়ে। আর দুই ম্যাচে এক জয় নিয়ে টেবিলের তিনে নেদারল্যান্ডস।