বিপিএলের জন্য পেছালো বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

গতকাল চূড়ান্ত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)- এর দশম আসরের সূচি। জাতীয় নির্বাচনের কথা মাথায় রেখে ১৩ই জানুয়ারির পরিবর্তে বিপিএল মাঠে গড়াবে আগামী ১৯ জানুয়ারি। এতে করে পিছিয়ে গেলো আগামী বছরের বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ।

আগামী বছরের ১৮ই ফেব্রুয়ারি শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। খেলার কথা ছিলো একটি পূর্নাঙ্গ সিরিজ। তবে দেশের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে ১৯শে জানুয়ারি বিপিএলের তারিখ পরিবর্তন হওয়াতে পেছানো হলো শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজটি।

দুই দলের মধ্যকার সিরিজটি মাঠে গড়ানোর কথা ছিলো ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সিরিজটি মার্চে শুরু হবে। তবে জানা গেছে, লঙ্কান ক্রিকেট বোর্ড আগেই জানতো যে বিপিএল পেছানোর সম্ভাবনা রয়েছে। দুই দল সেভাবেই প্রস্তুত ছিলো।

এ ব্যাপারে বিসিবি’র একটি সূত্র জানিয়েছে, ‘আমাদের আসলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে আগে থেকেই সিরিজ পেছানোর বিষয়টি আলোচনায় ছিল। এটি দুই মাস আগে থেকেই পরিকল্পনা চলছে, লঙ্কান ক্রিকেট বোর্ড জানে বাংলাদেশের নির্বাচনের বিষয়টি। ‘

তিনি আরো যোগ করেন, ‘যেহেতু বিপিএলের ফাইনাল পহেলা মার্চ, সেটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বা এক বা দু’দিন আগে লঙ্কান ক্রিকেট দল ঢাকায় চলে আসবে। সেই হিসেব করলে মার্চের প্রথম সপ্তাহেই সিরিজ মাঠে গড়াবে।’

শ্রীলঙ্কান ক্রিকেটাররা বাংলাদেশ সফরে এসে দুইটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। এর আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলার সম্ভাবনা আছে দুই দলের।

এখনো এই সিরিজের পূর্নাঙ্গ সূচি চূড়ান্ত হয়নি।

Exit mobile version