বিপিএলের টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করা হবে আজ

আগামী শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের খেলা। সেই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ঘোষণা করা হবে আজ।

১৯ জানুয়ারি সাত ফ্র্যাঞ্চাইজি নিয়ে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটির টাইটেল স্পন্সর হিসেবে কারা থাকবেন তা ঘোষণা করা হবে আজ বিকাল ৩ টা ৩০ মিনিটে।

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএলের এবারের আসরে টাইটেল স্পন্সর হিসেবে কারা থাকবেন তা আজ বিকালে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র মিডিয়া ডিপার্টমেন্ট।

Exit mobile version