বিপিএলের টিকিটে ১২ কোটি আয়, লভ্যাংশ নিয়ে বিসিবির কঠোর বার্তা

বিপিএল শেষ হলেও মাঠের বাইরের নানা বিতর্ক এখনো আলোচনায়। বিশেষ করে টিকিট বিক্রির আয়, ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া এবং আর্থিক অনিয়ম নিয়ে এবার বিসিবি জানাল তাদের অবস্থান।

নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অধীনে প্রথম বোর্ড সভায় এসব বিষয় উঠে আসে। সভা শেষে বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, টিকিট বিক্রি থেকে মোট আয় হয়েছে ১২ কোটি ৩৪ লাখ ৯০০ টাকা। তবে বিভিন্ন খরচ বাদ দিয়ে বিসিবির নেট আয় দাঁড়িয়েছে ৩ কোটি ৩৫ লাখ টাকা।

বিপিএলের রেভিনিউ থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে লভ্যাংশ ভাগাভাগির প্রসঙ্গেও মিঠু বলেন, “প্রথম থেকে চতুর্থ দলকে দেওয়া হয়েছে ৫৫ লাখ, আর পঞ্চম থেকে সপ্তম দল পেয়েছে ৪৫ লাখ টাকা।” এ ছাড়া ই-টিকিটিং সিস্টেম, ভ্যাট ও অন্যান্য খরচ উল্লেখযোগ্য অংশ কেটে নিয়েছে বলে জানান তিনি।

ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া পরিশোধ নিয়েও বিসিবি কড়া অবস্থানে। বরিশালের সব পরিশোধ হয়ে গেছে, আর রংপুরও ঈদের আগে শেষ কিস্তি দেবে বলেও নিশ্চিত করেন তিনি। তবে ঢাকা, খুলনা, চট্টগ্রাম এবং রাজশাহীর বিপুল বকেয়া এখনো চূড়ান্ত হয়নি। বকেয়া মিটলেই মিলবে বিসিবির প্রাপ্য অর্থ।

আর্থিক স্বচ্ছতা আনতে বিসিবিতে প্রথমবারের মতো সিএফও (চিফ ফিনান্সিয়াল অফিসার) নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানানো হয়। ঈদের পরেই নেওয়া হবে প্রার্থী বাছাইয়ের ইন্টারভিউ।

নতুন সভাপতির ভিশনের কথা জানিয়ে মিঠু বলেন, “বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ওয়ার্ল্ড ক্লাস পর্যায়ে নিতে রিস্ট্রাকচারিং প্রয়োজন। সে দিকেই এগোচ্ছে বোর্ড।”

Exit mobile version