বিপিএলের টিকেট জটিলতা, ভুয়া ভুয়া রবে বিক্ষোভ

বিপিএলের একাদশ আসর শুরু হচ্ছে ৩০ ডিসেম্বর। প্রথম দফায় খেলা হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। তাই দর্শকরা সকাল থেকে টিকেটের জন্য ভিড় করেছেন স্টেডিয়ামের সামনে। কিন্তু টিকেট জটিলতার কারণে দুর্ভোগে পড়েছেন দর্শকরা। তাই, স্টেডিয়ামের সামনেই জড়ো হয়ে বিক্ষোভ প্রকাশ করেছেন তারা এবং বিসিবিকে ভুয়া ভুয়া বলে কটাক্ষ করতেও কার্পন্য করেনি দর্শকরা।    

২৯ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্টেডিয়ামে গ্যালারির অবস্থানের ভিত্তিতে সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকা দামের টিকিট নির্ধারন করেছে বিসিবি। টিকিট কেনা যাবে অনলাইন এবং ব্যাংকের মাধ্যমে।

বিপত্তি বাঁধে এখানেই। অনেক দেরিতে টিকেটের মুল্য তালিকা প্রকাশ করা এবং সেটা অনলাইন এবং ব্যাংকের মাধ্যমে হওয়াতে জটিলতা  আরো বেড়ে যায়। এ নিয়েই মিরপুর স্টেডিয়ামের রাস্তায় হট্টগোল বাঁধায় দর্শকরা এবং এক পর্যায়ে বিসিবির একটি গেটও ভেঙে ফেলে তারা। কালোবাজারির হাতে টিকেট চলে গেছে বলে দর্শকদের অভিযোগ।

Exit mobile version