বিপিএলের ড্রাফটসহ যেসব সিদ্ধান্ত নিলো বিসিবি

বিপিএলের ড্রাফটসহ যেসব সিদ্ধান্ত নিলো বিসিবি

সব জল্পনা-কল্পনার অবসার ঘটিয়ে বাজছে বিপিএলের দামামা! এবারের বিপিএলে বাড়ছে প্রাইজমানি! বিসিবির নতুন বোর্ডে সামনে প্রথম চ্যালেঞ্জ বিপিএল। একাধিক ফ্র্যাঞ্চাইজি দল নিতে অনাগ্রহ প্রকাশ করায় যে জটিলতা সৃষ্টি হয়েছিল, তা কাটতে শুরু করেছে।

সব বাধা পেরিয়ে বিপিএলের ১২তম আসর আয়োজনের প্রায় সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড। দুদিন আগে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহীদের জন্য দেয়া হয়েছে বিজ্ঞপ্তি। স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজির সঙ্গে বৈঠক করেছে বোর্ড।

তিন বছরের জন্য তাদের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হয়েছে। এছাড়াও বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বোর্ড, যার মধ্যে আছে ড্রাফটের দিনক্ষণও। আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ১২তম আসরের ড্রাফট। এবার ৫ দল নিয়ে বিপিএল করার কথা আগেই জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব।

ইতোমধ্যে শতভাগ আগ্রহ দেখিয়েছে ঢাকা, রংপুর, রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। আলোচনা চলছে বরিশাল, খুলনা ও চট্টগ্রামের সঙ্গে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি স্বত্ব দেয়া হবে ৫ বছরের জন্য। ফ্র্যাঞ্চাইজি ফি ২ কোটি টাকা। প্রতিবছর যা বাড়বে ১৫ শতাংশ হারে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে ব্যাংক গ্যারিন্টি দিতে হবে ১০ কোটি টাকা।

তবে এবার বিপিএলের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ২ কোটি ৭৫ লাখ টাকা। আর রানার্সআপ দল পাবে ১ কোটি ৭৫ লাখ টাকা। শুধু তাই নয় টিকিট বিক্রি, টিভি রাইটস, গ্রাউন্ড ব্র্যান্ডিং থেকে বিসিবির আয়ের ৩০ শতাংশ অর্থ ভাগ করে দেয়া হবে অংশগ্রহণ করা প্রতিটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে।

এছাড়াও প্রতি ম্যাচ ডে’তে মাঠে নিজেদের স্পন্সর প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রর্দশনের সুযোগ পাবে ম্যাচের প্রতিদ্বন্দ্বী দুই ফ্র্যাঞ্চাইজি। এর আগে ফিক্সিংয়ে নাম আসা ক্রিকেটাররা এবার সুযোগ পাবেন না কোনো দলে। যদিও সরাসরি তাদের নাম প্রকাশ করবে না বিসিবি।

এবারের আসরে ফিক্সিং নিয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে বিসিবি। বর্তমানে বিসিবির সঙ্গে কাজ করা অ্যালেক্স মার্শালের নজর থাকবে এবং প্রয়োজনে আইসিসি থেকে আরো প্রতিনিধি আনা হবে। যদিও বিষয়গুলো চূড়ান্ত নয়।

Exit mobile version