বিপিএলের পাঁচ দলের নাম চূড়ান্ত

বিপিএলের পাঁচ দলের নাম চূড়ান্ত

বিপিএলের পাঁচ দলের নাম চূড়ান্ত । অবশেষে চূড়ান্ত হল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের এবারের আসরের পাঁচ দলের নাম। আজ বৃহস্পতিবার ৬ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিএল গভর্নিং কাউন্সিল আসন্ন মৌসুমের অংশগ্রহণকারী দলগুলোর নাম ঘোষণা করেছে।

ফ্র্যাঞ্চাইজি নিবন্ধন ও মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, বিপিএল গভর্নিং কাউন্সিল নিম্নলিখিত পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে টুর্নামেন্টে অংশগ্রহণের অনুমোদন দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গভর্নিং কাউন্সিল আসন্ন বিপিএল টি২০ আসরের জন্য অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলোর চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে।

বিপিএলে অংশ নেওয়া দলগুলো হলঃ ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স ও সিলেট টাইটানস।

বিপিএল শেষেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান। তাই দলের ক্রিকেটারদের বিশ্রামের দিকও বিসিবি নজর রাখছে বলে জানান বিসিবি। ফলে আগামী ১৯ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারির মধ্যে টুর্নামেন্ট আয়োজন করতে চান তারা। তার আগে ১৭ নভেম্বর প্লেয়ার্স ড্রাফ হবে।

Exit mobile version