বিপিএলের প্রথম সেঞ্চুরি ওসমান খানের

বিপিএলের ১১তম আসরে প্রথম সেঞ্চুরির দেখা পেল দর্শকরা। শুক্রবার মিরপুরে বিপিএলের সপ্তম ম্যাচে চিটাগং কিংসের হয়ে চলতি বিপিএলে প্রথম সেঞ্চুরি উপহার দিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার ওসমান খান। তার দূর্দান্ত সেঞ্চুরিতে চিটাগং কিংস ২০ ওভারে ৫ উইকেটে ২১৯ রান তুলেছে।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংমের শুরুতেই পারভেজ হোসেন ইমনকে হারায় চিটাগং। তবে আর এক ওপেনার ওসমান খান এদিন শুরু থেকেই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। তিনি ৬২ বলে ১৩ বাউন্ডারি ও ৬ ছক্কায় ১২৩ রান করেন।

যা চলতি বিপিএলে প্রথম সেঞ্চুরি। এছাড়া চিটাগংয়ের হয়ে গ্রাহাম ক্লার্ক ২৪ বলে ৪০, অধিনায়ক মোহাম্মদ মিঠুন ১৫ বলে ২৮ রান করে বিদায় নেন। এছাড়া হায়দার আলী ১৯ ও মোহাম্মদ ওয়াশিম ৪ রান করে অপরাজিত থাকেন। বল হাতে তাসকিন আহমেদ ৪ ওভারে ২২ রানে নেন দুটি উইকেট। এছাড়া সোহাগ গাজী, শরিফুল ইসলাম একটি করে উইকেট নেন।

এদিন মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চিটাগং কিংসকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহী।

Exit mobile version