রোমাঞ্চ আর উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হয়েছে বিপিএলের গ্রুপ পর্বের খেলা। এবার শুরু হচ্ছে শেষ চারের শেয়ানে শেয়ানে লড়াই। যেখানে বাঁচা মরার এলিমিনেটর ম্যাচ মুখোমুখি হবে টুর্নামেন্টের হট ফেবারিট রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। আসরে টানা আট ম্যাচ জিতে সবার আগে শেষ চার নিশ্চিত করে গত আসরের রানার্স-আপ রংপুর। কিন্তু এরপর টানা চার ম্যাচ হেরেছে দলটি।
অন্যদিকে খুলনা গ্রুপ পর্বে ১২ ম্যাচের মধ্যে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফে খেলছে মিরাজের খুলনা। একই সঙ্গে দুই দলের প্রথম দেখায় ৮ উইকেটে খুলনাকে হারায় সোহানের দল। সিলেটে সে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৬ রান তোলে রংপুর। জবাবে খুলনা ৯ উইকেটে ১৭৮ রানে থামে। তবে দ্বিতীয় দেখায় রংপুরকে বড় ব্যবধানে হারায় খুলনা।
তবে ফিরতি দেখায় বিপিএলের ৩৯তম ম্যাচে মিরপুরে রংপুরকে গুড়িয়ে দেয় তারা। এ ম্যাচে ২০ ওভারে চার উইকেটে ২২০ রান তোলে মিরাজের দল। ব্যাটে হাতে খুলনার হয়ে ঝড়ো সেঞ্চুরি উপহার দেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। ১১১ রান করে অপরাজিত থাকেন তিনি।
জবাবে ৯ উইকেটে ১৭৪ রানে থামে রংপুর। তাই তো বাঁচা মরার লড়াইয়ে ব্যাট বলে শেয়ানে শেয়ানে লড়াই হবে। হাইভোল্টেজ ম্যাচে খুলনার হয়ে ব্যাটে হাতে জ্বলে উঠতে পারেন মিরাজ, নাঈম শেখ,সাইফ হাসান ও অ্যালেক্স রুশরা।
টপঅর্ডারদের সঙ্গে ব্যাটিংয়ে ঝড় তুলতে পারেন মাহিদুল ইসলাম অঙ্কন ও উইলিয়াস বোসিস্টরা। বল হাতে আবু হায়দার রনি-হাসান মাহমুদরাও জ্বলে উঠতে পারেন। তবে বিপিএলের প্লে অফের ম্যাচে বড় চকম দেখাতে পারে রংপুর রাইডার্স।
আলোচনায় আছেন বেশ কয়েকজন বিদেশি তারকার নাম! তেমটি সত্যি হলে আন্দ্রে রাসেল-সুনীল নারিনসহ ডেভিড ওয়ার্নারকে দেখা যেতে পারে। এছাড়া সৌম্য সরকার ও সাইফ হাসানরা তো আছেই। বল হাতে দুর্দান্ত ছন্দে আছেন আকিভ জাভেদ।
মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সোমবার দুপুর দেড়টায়। এ ম্যাচে যারা জিতবে তারাই দ্বিতীয় কোয়ালিফাইয়ারে উঠে যাবে।