বিপিএলে এক হচ্ছেন সাকিব-শাকিব!

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর পর্দা উঠবে চলতি বছরের শেষ দিকে। দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি লিগটি আয়োজন করার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর নতুন সভাপতি ফারুক আহমেদ।

বরাবরের মতো বিপিএলের এবারের আসরেও দল মালিকানায় পরিবর্তন আসছে। সেই তালিকায় নতুন সংযোজন রিমার্ক-হারল্যান নামের একটি প্রতিষ্ঠান। যেই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে আছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং জনপ্রিয় চিত্রতারকা শাকিব খান। এতে স্বাভাবিকভাবেই শাকিবের দলেই সাকিবকে দেখা যেতে পারে বলে গুঞ্জন উঠছে।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক চিত্রনায়ক ইমন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমাদের দলে কারা কারা অন্তর্ভূক্ত হবে তা এ মুহূর্তে বলতে পারছি না। যদি আমরা দলটা পেয়ে যাই তাহলে অনেক কিছু জানতে পারব। সাকিব আল হাসান তো  ক্রিকেটের অনেক বড় ব্র্যান্ড। উনার কারো সঙ্গে কন্ট্রাক্ট আছে কিনা এগুলো এ মুহূর্তে বলতে পারছি না। সময় গেলেই এটা জানা যাবে।’

তিনি আরও বলেন, ‘সামনে বিপিএল। আমরা আজ বিসিবিতে সাক্ষাৎকার দিতে এসেছিলাম। বোর্ড সভাপতি ও সদস্যদের সঙ্গে ইন্টারভিউ সেশন ছিল। আমরা ইতিবাচক কিছু আশা করছি। বিসিবি যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা মেনে নেবো। অনেক নিয়ম-কানুন রয়েছে। সেগুলো সম্পর্কে জেনেছি আমরা। আমাদের মোটিভ কী, কেন এসেছি ক্রিকেটে সব বিস্তারিত জানিয়েছি। দল পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। আমরা অপেক্ষা করছি বিসিবির সিদ্ধান্তের ওপর। তারা যে সিদ্ধান্ত নেবে আমরা সেভাবেই এগোবো।’

Exit mobile version