বিপিএলের এবারের আসরে ফরচুন বরিশালের হয়ে মাঠে নেমেছিলেন পাকিস্তান অলরাউন্ডার শোয়েব মালিক। তবে বিপিএলের মাঝপথেই চলে গিয়েছিলেন দুবাই। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোয়েব ভক্তদের জন্য সুখবর দিয়েছে ফরচুন বরিশাল। সেখানে জানানো হয় যে, আগামী ২ ফেব্রুয়ারি বিপিএলের সিলেট পর্বেই দলে যোগ দিবেন শোয়েব।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর ঢাকা আসর শেষে ব্যক্তিগত কাজে দুবাই গিয়েছিলেন পাকিস্তানের এই তারকা অলরাউন্ডার। কথা ছিলো সিলেট পর্বে দলের প্রথম ম্যাচেই তাকে মাঠে দেখা যাবে। তবে কথা রাখেননি এই ৪১ বছর বয়সী ক্রিকেটার। তখন ফরচুন বরিশালের পক্ষ থেকে জানানো হয় যে, ‘এই মৌসুমের জন্য শোয়েব বিপিএল ছেড়েছেন’।
সেসময় তাঁর বদলি হিসেবে দলে যোগ দেন আরেক পাকিস্তান ক্রিকেটার আহমেদ শেহজাদ। এমনকি সিলেট পর্বে দুটি ম্যাচও খেলেছেন এই মারকুটে ব্যাটার।
শোয়েব যখন দুবাই যান তখন কয়েকদিন ধরেই আলোচনায় ছিলেন শোয়েব। তবে সেটা মাঠের খেলার জন্য নয়, বরং তাঁর তৃতীয় বিয়ের জন্য। ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সাথে বিবাহ-বিচ্ছেদ করে পাকিস্তানের টিভি অভিনেত্রী সানা জাভেদের সাথে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন তিনি।
চলতি বিপিএলে বরিশালের জার্সিতে মাত্র তিন ম্যাচ খেলেছেন শোয়েব। সেখানেও খুব একটা ভালো করতে পারেননি তিনি। তাঁর বদলি হিসেবে আসা শেহজাদ দুই ম্যাচ খেলে করেছেন ৩৯ ও ৬৬ রান।