বিপিএলে বিদেশীরা কে কোন দলে

আগামী বছরের শুরুতেই মাঠে গড়াবে বিপিএলের ১০ম আসর। এরইমধ্যে শেষ হয়েছে প্লেয়ার ড্রাফটস। এবারের আসরে সাতটি দলে মোট ৪৪৮ জন বিদেশী ক্রিকেটার ডাক পেয়েছেন। দেশী ক্রিকেটারদের দুই রাউন্ড ডাক শেষে বিদেশী ক্রিকেটারদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে প্রথম রাউন্ডের ডাক শুরু হয়। বিদেশী ক্রিকেটারদের মধ্যে প্রথমে সুযোগ পায় চট্টগ্রাম। এরপর যথাক্রমে কুমিল্লা, ঢাকা, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল। বিদেশি ক্রিকেটারদের প্রথম রাউন্ডের প্রথম ডাকে কার্টিস ক্যাম্পারকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম। ক্যারিবিয়ান রাকিম কর্ণওয়ালকে নিয়েছে কুমিল্লা, লঙ্কান সামারাকানকে নিয়েছে ঢাকা, মাইকেল রিপনকে দলে ভিড়িয়েছে রংপুর, রিচার্ড এনগারাভা সিলেটে, কাসুন রাজিথা খুলনায়, ইয়ামিক ক্যারিয়াহকে নিয়েছে কুমিল্লা।

Exit mobile version