বিপিএলে বিদেশীরা কে কোন দলে

বিপিএল ২০২৩

আগামী বছরের শুরুতেই মাঠে গড়াবে বিপিএলের ১০ম আসর। এরইমধ্যে শেষ হয়েছে প্লেয়ার ড্রাফটস। এবারের আসরে সাতটি দলে মোট ৪৪৮ জন বিদেশী ক্রিকেটার ডাক পেয়েছেন। দেশী ক্রিকেটারদের দুই রাউন্ড ডাক শেষে বিদেশী ক্রিকেটারদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে প্রথম রাউন্ডের ডাক শুরু হয়। বিদেশী ক্রিকেটারদের মধ্যে প্রথমে সুযোগ পায় চট্টগ্রাম। এরপর যথাক্রমে কুমিল্লা, ঢাকা, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল।

বিদেশি ক্রিকেটারদের প্রথম রাউন্ডের প্রথম ডাকে কার্টিস ক্যাম্পারকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম। ক্যারিবিয়ান রাকিম কর্ণওয়ালকে নিয়েছে কুমিল্লা, লঙ্কান সামারাকানকে নিয়েছে ঢাকা, মাইকেল রিপনকে দলে ভিড়িয়েছে রংপুর, রিচার্ড এনগারাভা সিলেটে, কাসুন রাজিথা খুলনায়, ইয়ামিক ক্যারিয়াহকে নিয়েছে কুমিল্লা।

বিদেশি ক্রিকেটারদের প্রথম রাউন্ডের দ্বিতীয় ডাকে কুমিল্লা কাউকে ডাকেনি । খুলনা নিয়েছে দাসুন শানাকাকে, থুসারা হেমান্থাকে নিয়েছে সিলেট, ইয়াসির মোহাম্মদকে নিয়েছে রংপুর, সাদিরা সামারাবিক্রমাকে নিয়েছে ঢাকা, ম্যাথু ওয়ালটারফোল্টকে নিয়েছে কুমিল্লা, ওমানের বিলাল খানকে নিয়েছে চট্টগ্রাম।

ক্যাটাগরি ‘এ তে বিদেশী ক্রিকেটার হিসেবে আছেন নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোম, ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ, পাকিস্তানের শান মাসুদ, ইংল্যান্ডের জেমি ওভারটন, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, কুশল মেন্ডিস, দিলশান মাদুশাঙ্কা, লাহিরু কুমারা, পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা, চামিকা করুনারত্নে, পাকিস্তানের হায়দার আলি।

ক্যাটাগরি ‘বি’তে ওয়েস্ট ইন্ডিজ থেকে রকিম কর্নওয়াল, আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই, জিম্বাবুয়ের বায়ান, ইংল্যান্ডের সামিত প্যাটেল, শ্রীলঙ্কার ইসরু উদানা, পাকিস্তানের আহমেদ শেহজাদ, ওয়েস্ট ইন্ডিজের লেন্ডল সিমন্স, পাকিস্তানের শেহজাদ, ইয়াসির শাহ, সাউদ শাকিল, শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা আছেন।

ক্যাটাগরি ‘সি তে শ্রীলঙ্কা থেকে আছেন, সাদিরা সামারাবিক্রমা, কাসুন রাজিথা, দীনেশ চান্দিমাল, দানুষ্কা গুনাতিলকা, আশেন বান্দারা, চতুরঙ্গ ডি সিলভা, পাকিস্তানের শাহনাওয়াজ দাহানি, কামরান আকমল, হারিস সোহেল, আবদুল্লাহ শফিক, উসমান শিনওয়ারি, শারজিল খান , জিম্বাবুয়ে শন উইলিয়ামস, আয়ারল্যান্ডের জর্জ ডকরেল, ইংল্যান্ডের ডম বেস, জো ডেনলি, ওয়েস্ট ইন্ডিজের চ্যাডউইক ওয়ালটন, ফাবিয়ান অ্যালেন, রস্টন চেজ, এনক্রুমা বোনার, সাউথ আফ্রিকার ডুয়ান অলিভিয়ের, হারদাস ভিলজোয়েন ,আফগানিস্তানের দৌলত জাদরান।

ক্যাটাগরি ‘ডি’তে পাকিস্তান থেকে আছেন, ইমাম উল হক, আগা সালমান, উমর আকমল, ওয়েস্ট ইন্ডিজের কেনার লুইস, হেইডেন ওয়ালশ, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল, কার্লোস ব্রাথওয়েট, ইংল্যান্ডের ক্যামেরন ডেলপোর্ট, আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার, অ্যান্ড্রু বালবির্নি, অস্ট্রেলিয়ার বেন কাটিং,শ্রীলঙ্কার জয়সুরিয়া।

ক্যাটাগরি ‘ই’তে আছেন ওয়েস্ট ইন্ডিজের জশুয়া দা সিলভা, আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর, ওয়েস্ট ইন্ডিজের কেসরিক উইলিয়ামস, পাকিস্তানের সোহেল তানভীর, সরফরাজ আহমেদ।

Exit mobile version